• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লালদিঘী হকার্স মার্কেট দোকান মালিকদের সভা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০১৬

সিলেট নগরীর বন্দর বাজারস্থ লালদিঘী নতুন হকার্স মার্কেট এ,বি,সি,ডি ব্লক নিলাম বিজ্ঞপ্তির প্রতিবাদে জরুরী সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দুপুর ২টায় বন্দর বাজারস্থ লালদিঘী নতুন হকার্স মার্কেট বি ব্লক এর ৩য় তলায় সভা অনুষ্ঠিত হয়।
দোকান মালিকদের উদ্যোগে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন লালদিঘী দোকান মালিক সমিতির সভাপতি আখলিছুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, লালদিঘী দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মাজেদ আহমদ সামি, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালদিঘী দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো: ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।
উক্ত জরুরী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালদিঘী দোকান মালিক সমিতির সদস্য আছাবুর রহমান, শাহ জুনেদ আহমদ, সোহাগ মিয়া, সায়েম আহমদ, কয়েছ মিয়া, তারেক মিয়া, শফিকুর রহমান, শামিম আহমদ, শফিক মিয়া, বেলাল আহমদ প্রমুখ।
লালদিঘী নতুন হকার্স মার্কেট এ,বি,সি,ডি ব্লক নিলাম বিজ্ঞপ্তির প্রতিবাদে পরবর্তী সভা আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় বন্দর বাজারস্থ লালদিঘী নতুন হকার্স মার্কেট বি ব্লক এর ৩য় তলায় অনুষ্টিত হবে। এতে সকল দোকান মালিকদের উপস্থিত থাকার জন্য আহবান করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী ২০ সেপ্টেম্বর ট্রেন্ডার বাতিল করে লালদিঘী দোকান মালিক সমিতির দোকান মালিকদের সাথে কোন ধরনের আলাপ-আলোচনা না করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এই হকার্স মার্কেট নিলাম করতে পারবেন না। প্রেস বিজ্ঞপ্তি ।