ওসমানীনগর প্রতিনিধি ::::
সিলেটের ওসমানীনগরে জামে মসজিদের ইমাম মওলানা আব্দুর রহমান(৪৫)এর খুনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত লোককে আসামী করে শুক্রবার বিকালে নিহতের পিতা আব্দুল বারী বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা ০৮। নিহত ইমামের পিতা আব্দুল বারী বলেন, মামলা দায়ের করেছি। আমার ছেলে হত্যার বিচার চাই। আমার বাড়ীর কিছু দলিল ছিল সেগুলো তার বিছানার নিচে পেলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া পাইনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা উপজেলার দক্ষিণ মোবারকপুর(আন্দারকোনা) মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে দুর্বৃত্তরা খুন করে ঝুলিয়ে রাখে। ওসমানীনগর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টির রহস্য উদঘাটনের চেষ্টাসহ আসামী সনাক্ত করে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।