• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গ্রেপ্তার..

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০১৬

স্টাফ রিপোর্টার:::: গাজীপুরের শ্রীপুর এলাকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জের এক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম এরশাদ (২৮)। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সুদূরপাথাড়ি গ্রামের বাসিন্দা। গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শ্রীপুরের আমান টেক্সটাইলের সামনে থেকে এরশাদকে গ্রেপ্তার করে পুলিশ। সুনামগঞ্জের জেলা আদালত এরশাদকে তাহিরপুর থানার একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ড দেন। এর আগে থেকেই তিনি পলাতক ছিলেন।