• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্মারকলিপি

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৬

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নকে সদর ও কানাইঘাট উপজেলার সাথে সংযুক্ত করে পৃথক দুইটি ওয়ার্ড গঠনের আপত্তি জানিয়ছেন জৈন্তাপুর উপজেলার সর্বস্থরের জনগন।
উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলাকে একটি সতন্ত্র ওয়ার্ড ঘোষনার জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপির মাধ্যমে দাবী জানান। ৭ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসক ও সিলেট জেলা পরিষদ এর সীমা নির্ধারণ কর্মকর্তার কাছে এই দাবী জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান ও জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সখাপতি কামাল আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, হানিফ মোহাম্মদ, ফারুক আহমদ প্রমুখ।  তারা বলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলা একটি স্বতন্ত্র বৈশিষ্ট মন্ডিত ঐতিহ্যবাহী উপজেলা। ভৌগলিক ও ঐতিহাসিক দিক দিক থেকে এ উপজেলার স্বতন্ত্র বৈশিষ্ট রয়েছে। আমরা লক্ষ্য করেছি আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সিলেটের সব কয়েকটি উপজেলা একটি করে ওয়ার্ড গঠন করলেও আমাদের উপজেলাকে দ্বিখন্ডিত করে অন্য দুটি উপজেলার সাথে সংযুক্ত করে দুটি ওয়ার্ড গঠন করা হয়েছে। ফলে জৈন্তাপুর উপজেলা থেকে কোন জেলা পরিষদ সির্বাচনে কোন প্রতিনিধি নির্বাচিত হতে পারবেনা। জৈন্তাপুর এলাকার ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে। আমরা সীমানা নির্ধারনের জোর আপত্তি জানাই। প্রেস বিজ্ঞপ্তি।