• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের ৪০ জন নারীকে সেলাই প্রশিক্ষন ও সনদ বিতরন করলো আরএফ টেইলার্স ও বুটিকস

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৬

সিলেটের ৪০ জন অসহায় ও দরিদ্র নারীকে সেলাই প্রশিক্ষ ও সনদ দিয়ে আত্ম কর্মসংস্থানের সুযোগ করে দিলো আরএফ টেইলার্স ও বুটিকস। গতকাল এক অনুষ্ঠানের মাদ্যমে প্রশিক্ষনপ্রান্ত নারীদের মধ্যে সনদ বিতরন করেন প্রতিষ্ঠানের সত্বাধিকারী ও নারী উদ্যোক্তা ফাতেমা জান্নাত।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শ্রী জগদিশ চন্দ্র দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব পদকপ্রাপ্ত সংগঠক আব্দুল আহাদ শাহীন। আরএফ টেইলার্স ও বুটিকসের সত্বাধিকারী ও নারী উদ্যোক্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে ও আফিকুর রহমান আফিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা অমিতা তালুকদার, নারী উদ্যোক্তা আমিনা বেগম, শামীমা আক্তার, সমাজসেবক প্রতিময় ঘোষসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, নারী উদ্যোক্তা ফাতেমা জান্নাত একান্ত নিজ উদ্যোগে চল্লিশ জন নারীকে আত্ম-কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। দেশের দরিদ্র্য বিমোচন ও নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গ্রহন প্রয়োজন। এমন উদ্যোগে সহযোহিতা করতে সামর্থবানদের এগিয়ে আসার অনুরোধ জানান ফাতেমা জান্নাত। প্রেস বিজ্ঞপ্তি।