• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেটে বিএনপি’র মিলাদ ও দোয়া মাহফিল

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সিলেটের কৃতি সন্তান, উন্নয়নের বরপুত্র, বাংলাদেশের জাতীয় সংসদের সর্বোচ্চ বাজেট পেশকারী অর্থমন্ত্রী, দেশের অর্থনীতির ভীত রচনাকারী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (৫ সেপ্টেম্বর) সোমবার বাদ জোহর সিলেট বিএনপি, অঙ্গ-সহযোগি সংগঠন সমূহের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াসের চৌধুরী জুবের, মুক্তিযোদ্ধা দল সিলেট মহানগর শাখার সদস্য সচিব ডা. নাজমুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান, মেট্রোপলিটন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মুফতি নেহাল উদ্দিন, আব্দুস সত্তার মামুন, সেলিম আহমদ মাহমুদ, আলী  আহমদ হিরা, কামাল হাসান জুয়েল, আলা উদ্দিন আলাই, দেলওয়ার হোসেন চৌধুরী, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক রফিকুল বারী রোমান, মন্তাজ হোসেন মুন্না, সেলিম আহমদ, হারুনুর রশিদ রাসেল, ফয়জুল ইসলাম সুমন, আব্দুল্লাহ শফি সাহেদ, মোস্তাকুর রহমান রুমন, সোহেল আহমদ, আব্দুস সোবহন, ওয়াহিদুস সামাদ পাপ্পু, শরিফ উদ্দিন মেহেদী, সোহেল আহমদ, হুসেন আহমদ রুহুল, জাকির হোসেন, সাহেদ আহমদ, আজাদুর রহমান আজাদ, আরিফুল ইসলাম হাসান, আবুল বশর, সালা উদ্দিন, শফিক নূর, ডা. শাকিলুর রহমান, শাহীন আলী, রাসেল আহমদ, এটিএম ফয়েজ, সৈয়দ শায়েখুল হক, জয়নাল আহমদ, মশিউর রহমান পাবেল, এইচ এম দিলওয়ার, নামর আহমদ, এনামুল ইসলাম লায়েছ, নূর আলম, কাওসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, রণি তালুকদার, মেহেদী আহমদ, মনোয়ার আহমদ, জাকির আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (বীর উত্তম), প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের দীর্ঘায়ু ও সুস্থতা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।