• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রকাশক দীপন হত্যার মূল পরিকল্পনাকারী আটক

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: পুলিশের গোয়েন্দা শাখা আজ প্রকাশক ফয়সল আজিম দীপন হত্যা এবং অপর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল হত্যা প্রচেষ্টাকারী মূল পরিকল্পনাকারী একজনকে আটক করেছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে রাজধানীর উপকণ্ঠ টঙ্গী রেল স্টেশনে অভিযান চালিয়ে ডিবি পুলিশ আবদুস সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সামাদ ওরফে সুজনকে আটক করে।
২০১৫ সালের ৩১ অক্টোবর জাগৃতি প্রকাশনীর মালিক দীপন রাজধানীর শাহবাগ মোড়ের কাছে আজিজ সুপার মার্কেটে তার অফিসের ভেতর ছুরিকাঘাতে নিহত হন।
দীপন হামলার আগে একইদিন ঢাকার লালমাটিয়ায় তার অফিসে শুদ্ধস্বর প্রকাশনির টুটুলকে গলা কেটে হত্যা করা হয়।
উল্লেখ্য, টুটুল লেখক-ব্লগার অভিজিত রায়ের ঘনিষ্ঠ বন্ধু। অভিজিত রায়কেও ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি আততায়ীরা কুপিয়ে হত্যা করে।