সিলেট সুরমা ডেস্ক::::: ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান বিবৃতি দেয়ায় রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। জানা গেছে, সামিনা মেহতাবের কাছে এ সংক্রান্ত প্রতিবাদলিপি তুলে দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। এরপরই বিবৃতি দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে মীর কাসেমের শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘ত্রুটিপূর্ণ বিচারে’ ১৯৭১ এর ডিসেম্বরের আগে অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের প্রখ্যাত জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত। এর আগেও মানবতাবিরোধী অপরাধে জামায়াতের অন্যান্য নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেকবারই পাকিস্তানের এমন অবস্থানের প্রতিবাদ জানিয়ে বলা হয়, দেশটি অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।