• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্ব মিডিয়ায় মীর কাসেমের ফাঁসির খবর

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হয়েছে। দেশের মিডিয়ার পাশাপাশি বিশ্বের গণমাধ্যমগুলোতেও গুরুত্ব সহকারে খবরটি প্রকাশ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র খবরের শিরোনাম ছিল- ‘বাংলাদেশ হ্যাঙস টপ ফাইন্যান্সার অব লার্জেস্ট ইসলামিস্ট পার্টি।’ এতে বলা হয়, জামায়াতের শীর্ষ অর্থ জোগানদাতা পুঁজিপতি মীর কাসেমের ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ।
প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি শিরোনাম করে- ‘বাংলাদেশ হ্যাঙস ইসলামিস্ট টাইকুন মীর কাসেম আলী’, অর্থাৎ ইসলামপন্থী শিল্পপতি মীর কাসেমের ফাঁসি কার্যকর করল বাংলাদেশ।
মধ্যপ্রাচ্যের শক্তিশালী মিডিয়া আলজাজিরা শিরোনাম করে, ‘বাংলাদেশ এক্সিকিউটস লাস্ট প্রোমিনেন্ট জামায়াত লিডার।’
পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন সংস্করনের শিরোনাম ছিল- ‘বাংলাদেশ হ্যাঙস অ্যানাদার টপ জামায়াতে ইসলামী লিডার ওভার ওয়ার ক্রাইমস।’
এছাড়া বিশ্বের আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে মীর কাসেমের ফাঁসি কার্যকরের খবর প্রকাশিত হয়।