• ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যুদ্ধাপরাধী মীর কাশেম আলীকে মানিকগঞ্জে দাফন

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: যুদ্ধাপরাধী মীর কাশেম আলীকে আজ রোববার ভোর রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের চালা গ্রামে পাারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। এ সময় মীর কাশেম আলীর স্ত্রী খোন্দকার আয়শা খাতুন, সৎ ভাই, ভাতিজী, ভাতিজী জামাই, ভাগ্নী ও ২ পুত্রবধু উপস্থিত ছিলেন। এর আগে রাতে তার লাশ চালা গ্রামে পৌঁছে। রাত ৩টা ১০মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আবুল হাসান। জানাজা শেষে গ্রামের মসজিদ সংলগ্ন তাদের একটি পাারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।