• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোটাটিকর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৬

স্টাফ রিপোর্টার ::: দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে আবদুর রহমান (৫৫) নামের এক নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি ওয়ার্কশপের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রহমান নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কাদুয়া গ্রামের মৃত আছমান আলীর ছেলে। তিনি গোটাটিকর এলাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের নৈশ্যপ্রহরীর দায়িত্ব পালন করতেন। দক্ষিণ সুরমার আলমপুর ফাঁড়ির এসআই সুজন তথ্য নিশ্চিত করে জানান- স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।