• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৬

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটের জাফলংয়ে মুক্তিযোদ্ধার সন্তান রাজনের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন পূর্ব জাফলং ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আলাউদ্দিন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য হাসান আহমেদ’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক এনছাদ আলী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি আবুল খায়ের, সদস্য কামাল আহমেদ, রায়হান মিয়া, সাবু মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুরুজ আলী, নাজিম উদ্দিন, ইদ্রিছ খান, বশির আহমেদ, অখন মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা রাজনের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।