জগন্নাথপুর প্রতিনিধি :::::
জগন্নাথপুর থানা ভবনের ভেতরে এক নারী পুলিশ ইভটিজিংয়ের শিকার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইভটিজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ডের শাস্তি দিয়ে ছেড়ে দেয়া হয়। জানা গেছে, গত বুধবার জগন্নাথপুর থানা হাজতে থাকা এক আসামিকে দেখতে যান পৌর শহরের হবিবপুর-আশিঘর গ্রামের হবি মিয়ার ছেলে জুল জালাল (২২)। এ সময় আসামি দেখতে বাধা দেন দায়িত্বে থাকা নারী পুলিশ কনস্টেবল বিথিকা রাণী। এতে জুল জালাল ক্ষুব্ধ হয়ে নারী পুলিশকে হাতে ধরে টানা হেঁচড়া করে তার হাতে থাকা শাখা ভেঙে ফেলে দেয়। এ সময় থানার অন্যান্য পুলিশ গিয়ে বখাটে জুল জালালকে আটক করে থানা হাজতে রাখেন। গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করে বখাটে জুল জালালকে ছেড়ে দেন। জগন্নাথপুর থানার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন জানান, বখাটেকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেয়া হয়েছে।