• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাসের কালজয়ী নাম ওসমানী : ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৬

সিলেট বিশ্বনাথ-বালাগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাসের এক কালজয়ী নাম ওসমানী। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে মুক্তিযুদ্ধের সর্র্বাধিনায়ক বঙ্গবীর আতাউল গণি ওসমানীকে বাদ দিয়ে লেখা যাবেনা। তিনি মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে বাঙালির হাজার বছরের প্রত্যাশিত ভূখ- স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ লাভে অসামান্য অবদান রেখেছেন। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
এমপি ইয়াহইয়া গতকাল বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবীর এম এ জি ওসমানীর ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্মৃতি পরিষদের সভাপতি মাহমুদুর রহমান লায়েকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আহাদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক। পরিষদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শান্ত’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বিশিষ্ট শিল্পপতি আশফাকুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, বিশিষ্ট ব্যাংকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গজনফর আলী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সদস্য সচিব মোঃ লুৎফুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ইসমাঈল হোসেন চৌধুরী,  ২৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদ গোলাপগঞ্জ শাখার সদস্য সচিব এস ইউ শিপলু, যুগ্ম আহবায়ক আমান উদ্দিন, সুনামগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আবু জাফর, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেন, স্মৃতি পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ ইমাদ উল্লাহ, সদস্য মোঃ ইয়াওর বখত চৌধুরী প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলী জাবেদ সুমন।
সভায় বক্তারা জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য সরকারের প্রতি জোরদাবী জানান। প্রেস বিজ্ঞপ্তি ।