স্টাফ রিপোর্টার : সিলেটে মাদক মামলায় ২ বিক্রেতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ের পাশাপাশি তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমান অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। মঙ্গলবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মোঃ মফিজুর রহমান ভূঞা এ রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে-সিলেট নগরীর চাষনীপীর খলবাখানী ৩৭ নং বাসার মৃত আসাই মিয়ার ছেলে মোঃ তারা মিয়া ওরফে তোরন (২৯) ও একই এলাকার মৃত আমিন হোসেনের ছেলে জয়নাল ওরফে মারুফ (৩১)। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১৯ আগষ্ট বিকেল ৫ টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই দাহাল গ্রামের জনৈক হেলাল মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা তোরন ও মারুফকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৫শ’ টাকা দামের ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে বিয়ানীবাজার থানার এএসআই মোঃ সিকান্দর আলী বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। নং ১৪ (১৯-০৮-১১)। দীর্ঘ তদন্ত শেষে বিয়ানীবাজার থানার এসআই আরিফুর রহমান ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০১২ সালে ৫ নভেম্বর থেকে এ মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানী ও ৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী মোঃ তারা মিয়া ওরফে তোরন ও জয়নাল ওরফে মারুফকে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ৩(খ) ক্রমিকে দোষী সাব্যস্ত করে তাদেরকে উল্লেখিত দন্ডদেশ ও অপর আসামী জকিগঞ্জের সাদিকুর রহমান স্বপনকে বেকসুর খালাস প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী ও আসামীপক্ষে এডভোকেট মোঃ আবু তালেব মিয়া মামলাটি পরিচালনা করেন।