• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আজির হত্যার বিচারের দাবিতে লালাবাজারে মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: লালাবাজারের বিশিষ্ট ফার্মেসী ব্যবসায়ী আজির উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে লালাবাজার ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি স্থানীয় লালাবাজারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করে। বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি দক্ষিণ সুরমা শাখা সভাপতি ডা. জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার মো. আব্দুস সালামের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ডা. মিফতাহুল হোসেন সুইট, বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাব খোকা মিয়া, লালাবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাদির হোসেন চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, লালাবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওয়ারিছ আলী মেম্বার, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল গফফার, বিশিষ্ট মুরুব্বী মখন মিয়া সরকার, যুব সংগঠক সিতার মিয়া, মিনহাজ চৌধুরী, আঙ্গুর মিয়া, সায়েকুর রহমান, ডা. আব্দুর রউফ, আতিক মিয়া, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. গিয়াস উদ্দিন, যুবনেতা নজির আহমদ, প্রবাসী দুলাল মিয়া, রুহেল মিয়া, আবু বকর, সংগঠক রানা মিয়া, রিপন মিয়া, মোস্তাক মিয়া, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির দক্ষিণ সুরমা শাখার সহ সভাপতি ডা. আতাউর রহমান, ডা. শশাংক ভূষণ গোস্বামী, সহ সাধারণ সম্পাদক ডা. বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. জামাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুব আহমদ, ডা. চন্দন কুমার চন্দ, কোষাধ্যক্ষ ডা. সুজিত চন্দ্র দত্ত, প্রচার সম্পাদক ডা. মোক্তার হোসেন, সহ প্রচার সম্পাদক ডা. সানাউর রহমান, স্বাস্থ্য সম্পাদক ডা. শ্রীকান্ত নাহা, সমাজকল্যাণ সম্পাদক ডা. অরুণ চন্দ্র দাস, ধর্ম সম্পাদক ডা. আলী আহমদ, সহ ধর্ম সম্পাদক ডা. সাহেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী চন্দন কুমার দাস, কার্যনির্বাহী সদস্য ডা. বিপুল ব্যানার্জী, ডা. মো. শাহাবুদ্দিন, ডা. মো. শহিদুল্লাহ, ডা. মো. হোসাইন, ডা. মো. জুবায়ের আহমদ, ডা. মো. আলমাছ খান, ডা. মো. সাইফুল ইসলাম, যুবনেতা শরীফ আহমদ, আব্দুর রহিম, ইমরান আহমদ প্রমুখ। বক্তারা বলেন, লালাবাজার একটি শান্তিপ্রিয় জনপদ। এখানকার অধিবাসীরা কখনো কোনো অপরাধের সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও করবেনা। এ শান্ত জনপদকে যারা অশান্ত করে তুলেছে তাদের প্রতিরোধে আজ সমগ্র এলাকাবাসী ঐক্যবদ্ধ। বিশেষ করে ফার্মেসী ব্যবসায়ী আজির উদ্দিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোটা এলাকা আজ সম্মিলিতভাবে এগিয়ে এসেছে। বক্তারা অবিলম্বে আজির হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।