• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৬

জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জের কালিগঞ্জে যান্ত্রিক ত্রুটিপূর্ণ একটি ট্রান্সফারমার বদল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আনিছুর রহমান (৪০) নামের এক বিদ্যুৎ শ্রমিক।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। জকিগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম ইসহাক আলী জানান, কালিগঞ্জ বাজারে একটি ত্রুটিপূর্ণ ট্রান্সফারমার বদল করতে বিদ্যুত কর্মি আনিছুর রহমান খাম্বায় উঠলে বিদ্যুতে জড়িয়ে মৃত্যু বরণ করেন। পরে স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।