স্টাফ রিপোর্টার:::: সিলেট জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন জাকারিয়া মাহমুদ চৌধুরী। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিলেট জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ জানান, জাকারিয়া মাহমুদের বিরুদ্ধে নগরীর শাহপরান থানায় জিআর ২১৯/১৫ এবং ১৫৯/১৬ নং মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতে আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এডভোকেট মনির উদ্দিন, শেখ মখলু মিয়া, রাখাল দাস, সিরাজুল ইসলাম ও গোলাম কিবরিয়া রেজু।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ সেলিম ও গিয়াস উদ্দিন।