• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার প্রয়োজন : কাউন্সিলর লিপন

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৬

“শিক্ষিত বাবা মা পারে তার সন্তানকে শিক্ষিত করে তুলতে,অসহায় হতদরিদ্ররা অর্থের অভাবে তাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাতে না পেরে শিশুশ্রমের দিকে ঠেলে দিচ্ছে,অনেকেই না বুঝে তার শিশুকন্যাকে বাল্যবিবাহ দিয়ে থাকে,এ ছাড়া শিশু জন্মের পর ঐ শিশুটির জন্ম নিবন্ধন না করার কারণে অনেক সময় জন্মের তারিখ নির্ণয় ও বিভিন্ন সেবা থেকে শিশুরা বঞ্চিত হয়ে থাকে, শিশুশ্রম ও বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতনতার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,এতে আগামী দিনের উজ্জ্বল ভবিষৎগুলো থাকবে অক্ষত আর আলোকিত” ২৬ নং ওয়ার্ডে এফআইভিডিবির   ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রোববার দুপুরে শিশু শ্রম প্রতিরোধ ও বাল্যবিবাহ বিষয়ক সভায় কাউন্সিলর তৌফিক বকস্ লিপন উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় প্রায় শতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এফআইভিডিবির এসসিপিএস প্রজেক্ট অফিসার তাছমিয়া তাবিফা চৌধুরী, সিলেট জেলার এফআইভিডিবির এসসিপিএস এর সিনিয়র স্যোসাল ওয়ার্কার মোঃ ইউসুফ আলী,২৬ নং ওয়ার্ডের সচিব সুলতান আহমদ, স্যোসাল ওয়ার্কার সৈয়দা ইফফাত তানছিন,আলাউদ্দিন,সদস্য অবরজান,কিশোর কিশোরী ক্লাবের সদস্য ইব্রাহিম, প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।