• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময় সূচি

প্রকাশিত আগস্ট ২৯, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: অবশেষে বাংলাদেশ সফরের খবর নিশ্চিত করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ইংল্যান্ড সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবেন মোহাম্মদ নবী-আসগর স্ট্যানিকজাইরা। রোববার রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে সিরিজের সূচি প্রকাশ করেছে এসিবি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো হবে আগামী ২৫, ২৭ ও ৩০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বোর্ডটির সভাপতি নাসিমুল্লাহ দানিশ বললেন, ‘এটাই হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে সিরিজ। আমরা ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বিনোদন দিতে মুখিয়ে রয়েছি।’

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি শফিক স্ট্যানিকজাই বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট দলকে আমন্ত্রণ জানানোয় আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।’

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময় সূচিঃ

সেপ্টেম্বর ২৫ঃ প্রথম ওয়ানডে (মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম)

সেপ্টেম্বর ২৭ঃ দ্বিতীয় ওয়ানডে (মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম)

সেপ্টেম্বর ৩০ঃ তৃতীয় ওয়ানডে (মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম)