• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পর্যটন-স্বাস্থ্য-হস্তশিল্প মেলা শুরু ১ সেপ্টেম্বর

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত পর্যটন বর্ষ-২০১৬ উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০১৬ সিলেট রিকাবীবাজার জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে পর্যটন-স্বাস্থ্য ও হস্তশিল্প মেলা ২০১৬। মেলায় ভারত ও বাংলাদেশের মোট ৪০টি সরকারি ও বেসাকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় প্রতিদিন কলকাতার বিশেষজ্ঞ ডাক্তারগণ ফ্রী চিকিৎসা প্রদান করবেন। এছাড়াও মেলায় দেশ-বিদেশের হস্তশিল্প সামগ্রী ছাড়াও ভ্রমণ পিপাসুদের জন্য ট্যুরিজম প্রতিষ্ঠান সমূহ বিশেষ প্যাকেজ ঘোষণা করবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে এবং বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। ট্যুারিজম বর্ষ উপলক্ষে আয়োজিত এই মেলা সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। -বিজ্ঞপ্তি