• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুটবল টুর্নামেন্ট: মাহা ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের চুক্তি স্বাক্ষর

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: ‘চুক্তি স্বাক্ষর’-এর মাধ্যমে ‘মাহা-টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’-এর আনুষ্টানিক আয়োজন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামের হলরূমে ফ্যাশন হাউস মাহার সঙ্গে টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের এই চুক্তি স্বাক্ষর করা হয়। এ সময় ফ্যাশন হাউস মাহার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মাহার কর্ণধার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন, সিলেটের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকরামুল কবির, বর্তমান সাধারন সম্পাদক ওয়েছ খছরু, সহ সাধারন সম্পাদক দিগেন সিংহ, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক আব্দুল আহাদ, সদস্য বিলকিস আক্তার সুমি, সংগঠনের স্পোর্টস সম্পাদক সাকিব আহমদ মিঠু প্রমুখ। এ সময় জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, সিলেটের ফুটবলের অতীত ইতিহাস গৌরবের। প্রাণের খেলা ফুটবলের প্রতি সিলেটবাসীর আগ্রহের কমতি নেই। এ কারনে সিলেটের ফুটবলে সুদিন ফিরিয়ে আনতে তিনি কাজ করছেন। সাংবাদিকদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সফল ও স্বার্থক করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।