• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের জকিগঞ্জে গ্রেফতারকৃত ৭ শিবির নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৬

জকিগঞ্জ প্রতিনিধি :::::সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে শুক্রবার রাতে ৭ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা  হয়েছে। পুলিশের দাবি, গোপন বৈঠককালে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা হচ্ছে- বারঠাকুরী গ্রামের আব্দুল লতিফের ছেলে সিলেট জেলা দক্ষিণ ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, আমলশীদ গ্রামের আব্দুল মুমিতের ছেলে হাফিজ আবিদুর রহমান, আব্দুল জলিলের ছেলে সালাউদ্দিন, খুরশিদ আলমের ছেলে নজরুল ইসলাম, মুজিবুর রহমানের ছেলে মাহমুদুল আম্বিয়া হোসেইন ও সোনাসার গ্রামের মৃত আতাব আহমদের ছেলে রেজাউল করিম সাজু। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে জকিগঞ্জের সীমান্তবর্তী আমলশীদে গোপন বৈঠক করছিল তারা। খবর পেয়ে জকিগঞ্জ থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,  তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।