• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে হাওর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৬

তাহিরপুর প্রতিনিধি :::
সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকার একদিন পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।  নিহতের নাম , জাহাঙ্গীর মিয়া (২২)। সে উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের কলাগাঁও পুর্বহাঁঠির  ছলিম উদ্দিনের ছেলে।  পুলিশ ও নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, উপজেলার কলাগাঁও পুবহাঁঠির জাহাঙ্গীর তার অপর এক সহযোগী জেলেকে নিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামের পার্শ্ববর্তী সংসার হাওরের জি-তলা বিলে মাছ ধরতে যায়। মাছ ধরা কালে আকস্মিক ঝড়ের কবলেপড়ে নৌকাটি ডুবে গেলে জাহাঙ্গীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেও তার সাথে থাকা অপর সহযোগী সাঁতড়িয়ে তীরে উঠতে সক্ষম হয়। রাতভর জাহাঙ্গীরকে খোঁজাখুজির পর শুক্রবার দুপুরে সংসার হাওরের জি-তলা বিলে তার ভাসমান লাশ স্বজনরা উদ্যার করেন।  স্থানীয় ইউপি চেয়ারম্যান খসরুল আলম নিহত জেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।