• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বালুচরে জিম্মি করে ডাকাতি

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৬

স্টাফ রিপোর্টার:::: সিলেট শহরতলীর বালুচরে প্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ধরে বাসার সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোররাতে উত্তর বালুচরের এ ব্লকের আল ইসলাহ-১২৪নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকার, দু’টি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা লুট করেছে বলে দাবি করেছেন বাসার কর্তা হাজি মোশাররফ হোসেন। তিনি জানান, চার ছেলে দুবাই থাকেন। তিনি তার তিন পুত্রবধুকে নিয়ে ওই বাসায় থাকতেন। রাত অনুমানিক চারটার দিকে রান্না ঘরের জানালার গ্রীল কেটে একদল ডাকাত ঘরে ডুকে পুত্রবধু রায়হানার গলায় ছুরি ধরে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা রায়হানার গলা থেকে তিন ভরি সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে আলমারী থেকে আরো ১২/১৩ ভরি সোনা, ২ট মোবাইল ফোনসহ কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
সকালে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাজি মোশাররফ।