• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মের নামে নৃশংসতা চালিয়ে যারা দেশকে অশান্ত করতে চায়, তারা কোনো ধর্মের লোক হতে পারেনা : আবু জাহিদ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১৩, ২০১৫

দক্ষিণ সুরমা সচ্চিদানন্দ পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের
মহাজন্মাষ্টমী উপলক্ষে নগর পরিক্রমা অনুষ্টিত
ধর্ম যার যার রাষ্ট্র সবার,তাই সকল ধর্মের মূল স্তম্ব হলো শান্তি, ধর্মের নামে নৃশংসতা চালিয়ে যারা দেশকে অশান্ত করতে চায়, তারা কোনো ধর্মের লোক হতে পারেনা, সচ্চিদানন্দ পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে বুধবার দুই দিন ব্যাপী মহাজন্মাষ্টমী উৎসব উদ্যাপন উপলক্ষে ১ম দিন শ্রীকৃষ্ণের মহাজন্মাষ্টমী উপলক্ষে  দক্ষিণ সুরমার অনুষ্ঠিত নগর পরিক্রমা সভা র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ। বুধবার  বেলা ১২ টায় র‌্যালীর উদ্বোধন করেন তিনি র‌্যালীটি শিববাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে কদমতলী পয়েন্ট ঘুরে পূনরায় শিববাড়িস্থ মন্দিরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কমিটির সভাপতি শ্রী শৈলেশ কর,পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অরিন্দম দাস হাবলু ও প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৈদ্য ক্রীষ্ট্রান ঐক্য পরিষদের সিলেট জেলার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানষ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান,জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাল কান্তি দেব। সভার শুরুতে গীতা পাঠ করেন উৎসব পাল,স্বাগত বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কমিটির প্রধান পৃষ্টপোষক আর কে ধর,এ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, শৈলেন কর,মনোরঞ্জন পাল,মনমোহন দেবনাথ, প্রদীপ দে, বিজন দেব,মোগলাবাজার থানার ওসি খায়রুল কবির, শুভাংশু দে অপু,বিশ্বাজৎ দাস, মিন্টু দাস,ছয়েফ খান, বাবু শ্রী উজ্জ্বল রঞ্জন দে,সঞ্জয় চক্রবর্তী,সিমান্ত মালাকার,রিপন পাল,প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি