• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যাকে উরে আকাশেতে দেখতে কি সুন্দর…………

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৬

স্টাফ রিপোর্টার::::  ‘‘ যাকে উরে আকাশেতে দেখতে কি সুন্দর,বাবাজির জালালালি কইতর” এ রকম ভক্তিমুলক গানে মুখরিত মাজার প্রাঙ্গন। বেলা গড়িয়ে সন্ধ্যা ভক্তদের পদভারে মুখরিত হয়ে উঠে দরগাহ প্রাঙ্গণ। দেশ বিদেশের দলবেঁধে আসা ভক্তদের হাতে ছিলো নানা রঙয়ের গিলাফ; আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল– বাবা শাহজালাল’! ওরস উপলক্ষে পুরো মাজার ও আশপাশ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে মাজার কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী। ওলিকুল শিরোমনি শাহান শাহে ওলী হযরত শাহজালাল (রহ.) এর ৬৯৭তম  মঙ্গলবার মূল ওরস। দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই ওরস শেষ হবে পরদিন বুধবার। এ উপলক্ষে দরগা শরিফ প্রাঙ্গণ সাজানো হয়েছে উৎসবের সাজে। ভক্তদের কাছে দরগা শরিফকে আকর্ষণীয় করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মাজার কর্তৃপক্ষ। জানা গেছে, মঙ্গলবার মূল ওরসে হলেও সোমবার দিবাগত রাত থেকে শুরু হয়েছে ওরসের পশু জবাই।  সকাল ৯টা থেকে ছড়ানো হচ্ছে গিলাফ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টায় অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত। বুধবার সকালে হবে শিরণী বিতরণ। আর বুধবারের অন্যান্য কর্মসূচির মধ্যে থাকছে বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ ও রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে ওরসের সমাপ্তি ঘোষণা। এদিকে, ওরস চলাকালীন সময়ে মঙ্গল ও বুধবার দরগাহ এলাকা সহ আশপাশের সকল এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এলাকাগুলো হচ্ছে আম্বরখানা, চৌহাট্টা, দর্শন দেউড়ি, ঝর্ণারপাড়, মীরের ময়দান ও রাজারগলি। ইতোমধ্যে দুর-দুরান্ত থেকে ওলির ভক্ত-আশেকানরা সিলেটে এসে পৌছেছেন। নগরীর সকল হোটেল-মোটেল এখন ওরসে আসা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। দরগাহ ও এর আশাপাশ এলাকায় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ফলে  নগরীর বিভিন্ন এলাকায় যানজট লক্ষ্য করা যায়। তবুও চলার পথে পথচারিদের বিরক্তি বোধ নেই। সবাই বলছেন বাবার ওরস বলে কথা। প্রতিবছরই এই দিনটির জন্য সিলেটবাসীসহ দেশ বিদেশের ভক্তদের অপেক্ষা থাকে এই দিনটির জন্য। হযরত শাহপরান (রহ.) সিলেটের আদি মুসলমান সৈয়দ শাহ গাজী বুরহান উদ্দিন (রহ.) এর মাজার সহ ৩৬০ আওলিয়ার সঙ্গি অন্যান্য ওলির মাজার গুলোতেও গিয়ে জিয়ারত করছেন  দেশ বিদেশের থেকে আগত ভক্তরা।