স্টাফ রিপোর্টার:::: সিলেটে র্যাব-৯ এর অভিযানে এক পেশাদার ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সে গত বৃহস্পতিবার নগরীর টিলাগড়ে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ত বলে র্যাব জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রে সংবাদ পায় যে, সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দল টিলাগড় পয়েন্ট হতে শাহী ঈদগাহ যাওয়ার পথে এমসি কলেজের গেইটের সামনে ছিনতাইয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে এএসপি মোহাম্মদ জিয়াউল হক এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে র্যাব-৯। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলটি পালানোর চেষ্টাকালে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতার ছিনতাইকারী রাজু আহমেদ ওরফে রাজা মিয়া (৩০) বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের হাজী ইসমত আলীর পুত্র।
জিজ্ঞাসাবাদে রাজু স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। সে বৃহস্পতিবার নগরীর গোপালটিলায় ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের মূল হোতা বলে ধারণা করছে র্যাব ও পুলিশ। উল্লেখিত ছিনতাইকারী ও তার দল সিলেটসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। ছিনতাইকারীরা বিভিন্ন এলাকায় ব্যাংক ও টাকা লেনদেনের স্থানগুলোকে লক্ষ্য করে ছিনতাই কার্য পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীকে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এএসপি মোহাম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রসঙ্গত, গোলাপবাগে ছিনতাইয়ের ঘটনায় গত শনিবার রাতে শাহপরান থানা পুলিশ পিংলা বিলাল ও সেলিম নামের দুই ছিনতাইকারীকে আটক করে। রাজুকে নিয়ে এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করলো আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।