• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে শিশু হত্যা

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২২, ২০১৬

চুনারুঘাট প্রতিনিধি :::::: পূর্ব শত্রুতার জের ধরে ইফা (৭ মাস) নামে এক শিশু কন্যাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ জারুলিয়া গ্রামে গত বুধবার সোহেলের সাথে প্রতিবেশি লিটনের মাছ ধরা নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে পর দিন বৃহস্পতিবার সোহেলের চাচা রফিক মিয়া, লিটনের ভাই ছাওয়ালকে (২০) দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে সিলেট মেডিকেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসাধীন আছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার অজ্ঞাত দুর্বৃত্তরা ইফাকে ছুরিঘাত করে চলে যায়। এ সময় তার বোন রিতা (৭) এগিয়ে আসলে তাকে তারা আহত করে। ঘটনাস্থলেই শিশু ইফা মারা যায়। জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, নৃশংস ঘটনার তদন্ত চলছে। তবে খুন হওয়া শিশুর পিতা পলাতক রয়েছেন।