স্টাফ রিপোর্টার ::: সিলেট নগরীর টিলাগড়ের গোপালটিলা এলাকায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকার মধ্যে আংশিক উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ। এ সময় দু’জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকে। এ তথ্য নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টায় বালুচর থেকে বেলাল উরফে পিংলা বেলালকে এবং উপশহর থেকে সেলিম উরফে বটলা সেলিমকে পুলিশ আটক করে পুলিশ। বেলালের কাছ থেকে তথ্য পেয়ে তার বাসায় অভিযান চালিয়ে বেলালের স্ত্রীর পেটের মধ্যে বাধা অবস্থায় নগদ ১ লাখ ৬০ হাজার টাকা পায় পুলিশ। অভিযানের সময় বেলালের স্ত্রীর পেট ফুলা দেখে পুলিশের সন্দেহ হলে তিনি নিজেকে গর্ভবতী দাবি করেন। পরে মহিলা পুলিশ এনে তল্লাশি চালালে পেটের মধ্যে বাধা তলেতে ১ লাখ ৬০ হাজার টাকা পাওয়া যায়।
পরে আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ২টার দিকে টিলাগড়ের গোপালটিলা এলাকায় ছিনতাইয়ের শিকার হন ব্যবসায়ী আবু তাহের। তিনি ওয়ান ব্যাংক ইসলামপুর শাখা থেকে তিনি ৬ লাখ টাকা তুলে নগরীর জেলরোডের দিকে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।