• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তাজুল হত্যায় গুলজার ও দুলাল আটক

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২১, ২০১৬

স্টাফ রিপোর্টার ::: সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগমের স্বামী স্বেচ্ছাসেবক দলের নেতা তাজুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় রাত ১২ টার দিকে গুলজার ও দুলাল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, হত্যার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ রাত ১২টার দিকে অভিযান চালিয়ে খুলিয়ারপাড়া থেকে গুলজার ও দুলাল নামে দুই ভাইকে আটক করেছে। এ দুজন তাজুলের ছেলে সোহান হত্যা মামলারও আসামি।
শনিবার রাত ১১টার দিকে খুলিয়ারপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাজুলকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাজুল ইসলাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগর কমিটির সদস্য। তাঁর স্ত্রী শাহানা বেগম গত মেয়াদে সিটি করপোরেশনের সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।
স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে একইভাবে তাজুলের ছেলে রায়হান ইসলামকেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।