
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ব্রিজের নিচ থেকে গনু মিয়া (৬০) নামে এক ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই উপজেলার পাঁচ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উসমান গনি সংবাদ মাধ্যমকে জানান, গনু মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিলেন। দুপুরে ব্রাহ্মণবাজার ব্রিজের নিচে তার ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।