
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় প্রবাসী মো. নাজমুল হক শিবলুর বাড়িতে আগুন লেগে তিন লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ২টায় উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বড়হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে মধ্যে আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ টি এম মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।