
মাধবপুর প্রতিনিধি :::::
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ টিপু হত্যার প্রধান আসামী কুখ্যাত ডাকাত জাবেদকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (২০ আগস্ট) ভোর রাতে থানার এস আই মমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মনতলা রেল ষ্টেশন থেকে তাকে গ্রেফতার করেন। ধৃত ডাকাত উপজেলার দেউগাও গ্রামের মহিউদ্দিনের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, ডাকাত জাবেদ মনতলা স্টেশন মাস্টার মহিউদ্দিনের ছেলে টিপু হত্যার প্রধান আসামী।
এছাড়া মাধবপুর থানা সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ এক ডজনের মত মামলা রয়েছে।