• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ইয়াবাসহ মাদক সম্রাট আটক

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

হবিগঞ্জ প্রতিনিধি ::::: হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে ১০পিছ ইয়াবাসহ মাদক সম্রাট লুঙ্গী জনাব আলী (৪০) কে আটক করেছে ডিবি পুলিশ।সে সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার বিকাল ৩টার সময় ডিবি পুলিশের এসআই রাজিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার শার্টের পকেট থেকে ১০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যপারে ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।