• ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রজব, ১৪৪৬ হিজরি

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছেন : মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের মানববন্ধন
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাধে কাধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা ইসলামের নাম ব্যবহার করে মানুষ হত্যা করে তারা দেশ ও জাতির শত্রু। জঙ্গিদের বিরুদ্ধে সকলকে আরো সচেতন হতে হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে দেশ পরিচালনা করে বাংলাদেশকে বিশ^দরবারে পরিচিত করেছে। সে সুনাম সহ্য করতে না পেরে হিংসীত হয়ে কুচক্রী মহল দেশের ক্ষতি করতে সন্ত্রাস ও জঙ্গিবাদ চালিয়ে যাচ্ছে। জনগণ রুখে দাঁড়িয়েছে, শীঘ্রই দেশ জঙ্গিবাদ মুক্ত হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯ আগস্ট শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সিলেট-জকিগঞ্জ সড়কের বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন চত্বর এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও আওয়ামী লীগ নেতা এডভোকেট শামীম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আ.ন.ম শফিকুল হক, সাবেক এমপি সৈয়দ জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সাইফুল আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী রাইছ আলী, সাংগঠিক সম্পাদক বদরুল ইসলাম, কৃষি সম্পাদক শাহ আলমগীর রাজা, সদস্য আব্দুস সালাম মর্তু, জেলা কৃষকলীগ নেতা খলকু মিয়া, আহমদুর রব, রফিকুল ইসলাম রফু, শামীম কবির, শামীম কবির, ফখরুল ইসলাম, শ্রীরামপুর মাদরাসার মুহতামিম মাওলানা জিলাল আহমদ, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, উপজেলা শ্রমিকলীগ নেতা আব্বাছ উদ্দিন, আ’লীগ নেতা আব্দুল খালিক, রকিব আলী, বাহার মিয়া, মাতাব, কামাল, গিয়াস উদ্দিন রেকী, ফুল মিয়া, আব্দুল মতিন, আহমদ আলী মেম্বার, লিমন মিয়া, কামাল আহমদ, আনা মিয়া, হেলাল, সবুজ কুমার বিশ^াস, মেম্বার গোস্বামী, খোকন মিয়া, বাচা মিয়া, জেলা ছাত্রলীগ নেতা ছদরুল ইসলাম, ডা. রাকিবুর রহমান জুয়েল, আব্দুল আজিজ কামরান, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, জামিল, সেলিম, মাজেদ, সাইফুল, মজনুল হক মেম্বার, আফতাব, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছাদেক আহমদ, সাধারণ সম্পাদক লয়েছ আহমদ, সুয়েব, আরিফ, গুলজার, রিমন, হারুন, সাব্বির, শামীম, রহিম, খালেদ, রনি, পিন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি