• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় বিএনপি থেকে আ’লীগে যোগদান

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এনাম আহমদ ও যুগ্ম আহবায়ক মুন্না আহমদ সহ স্বেচ্ছাসেবকদল থেকে উল্লেখযোগ্য ২৮ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সাবেক কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম এর নগরীর উপশহরস্থ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা শামীম ইকবাল, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা সৈয়দ সাব্বির আহমদ, আক্তার হোসেন, চঞ্চল চৌধুরী, সৌরভ আহমদ প্রমুখ।
আওয়ামী লীগে যোগদানকারীরা হচ্ছেন এনাম আহমদ, মুন্না আহমদ, ফুল মিয়া, আলমগীর হোসেন, সাহেদ আহমদ, জাকারিয়া, বুরহান, জুবেল আহমদ, শাহীন, ফয়ছল আহমদ, খালেদ আহমদ, আলাল, মনছুর, সুজেল আহমদ, দিলু আহমদ, কবির হোসেন, বাছিত, সেবুল, জিয়াউর রহমান সহ ২৮ জন নেতাকর্মী এডভোকেট সালেহ আহমদ সেলিমের হাতে ফুল দিয়ে যোগদান করেন। যোগদানকালে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম দেখে আমরা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগে যোগদান করেছি। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি