জৈন্তাপুর প্রতিনিধি :::::: সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের আব্দুল লতিফ জুলেখা মেমরিয়াল স্কুলের সম্মুখ হতে ৪১ বিজিবির সুরইঘাট ক্যাম্পের হাবিলদার মন্টু মিয়া কর্তৃক ৩৫ বস্তা সুপারী সহ গাড়ী আটক করে নেন। ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের অভিযোগ ১৯ আগস্ট শুক্রবার সিলেটের পূর্ব কাজির বাজার সুপারী আড়ৎ হতে জৈন্তাপুর বাজারের সিদ্দিক ট্রের্ডাসের জন্য তিনি প্রতি সপ্তাহের ন্যায় ৩৫বস্তা সুপারী মেসার্স হারুনুর রশিদ এন্ড ব্রাদার্স হতে ক্রয় করে সিলেট হতে জৈন্তাপুর বাজারের উদ্দ্যেশে ঢাকা মেট্রো-ন-১৬-৪৯২০ গাড়ী যোগে নিয়ে আসছেন। পথিমধ্যে সিলেট তামাবিল মহাসড়কের লতিফ জুলেখা মেমরিয়াল স্কুলের সম্মুখ পৌছালে সীমান্ত রক্ষী বাহিনী গাড়ী সিগন্যাল দিয়ে দাঁড় করে। ব্যবসায়ী সিদ্দিুকর রহমানের অভিযোগ কাগজপত্র দেখানোর পরেও ভারতে পাঁচারের নাম ধরে তিনি গাড়ী সহ ৩৫ বস্তা সুপারি সুরইঘাট ক্যাম্পে নিয়ে যান। সিদ্দিকুর রহমানের দাবি কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য বিজিবি দিয়ে তার সুপারী আটক করিয়েছেন। সিদ্দিকুর রহমান বলেন আমি দীর্ঘদিন হতে জৈন্তাপুর বাজারে সুনামের সহিত সুপারী ব্যবসা পরিচালনা করে আসিতেছি আমি চোরাচালানের সহিত জড়িত নহে। অহেতুক বিজিবিকে দিয়ে আমার ব্যবসায়ীক ক্ষতি সহ আমার সুনাম নষ্ট করা হচ্ছে। আমি এবিষয়ে উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করব।
এ বিষয়ে জানতে বিজিবির সুরইঘাট ক্যাম্প কমান্ডার হাবিলদার মন্টু মিয়ার মোবাইল ফোনে (০১৭৮২-১৫১৯৪৪) একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।