• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চার দেশ নিয়ে পানিবণ্টন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব তথ্যমন্ত্রীর

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক :::: ভারত সফররত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশ, ভারত, ভুটান এবং নেপালের (বিবিআইন) মধ্যে চার দেশের সমন্বয়ে একটি পানিবণ্টন-সংক্রান্ত কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দিয়েছেন। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনাসহ বিভিন্ন জায়গার পানি এই চার দেশের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বণ্টনের জন্য এ প্রস্তাব দিয়েছেন তথ্যমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ থিংক ট্যাংক ‘বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রস্তাব তুলে ধরেন তথ্যমন্ত্রী। গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইনু বলেন, বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক যোগাযোগসহ আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে পানি পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় স্থাপন করা সম্ভব।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিবেকানন্দ ফাউন্ডেশনের পরিচালক জেনারেল (অব.) নির্মল চন্দর ভিজ। এতে রাজনৈতিক বিশ্লেষক, সাবেক রাষ্ট্রদূত, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।