• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাজধানীতে জামায়াত শিবিরের ১৮ নেতাকর্মী আটক

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক ::: রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর রোডের ২৫ নম্বর বাসা থেকে জামায়াত-শিবিরের ১৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।
আবদুল জলিল জানান, ওই বাড়িটিতে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মানববতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। তিনি জামায়াতে ইসলামের মহিলা বিভাগের সাধারণ সম্পাদক। তবে স্কুলটিতে অভিযান চালানোর সময় তিনি সেখানে ছিলেন না। বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন মো. কেফায়েতুল্লাহ প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল।
ওসি জলিল জানান, ফখরুদ্দিন মো. কেফায়েতুল্লাহ, বাড়ির মালিক বিল্লাল হোসেনসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আটকরা ওই স্কুলে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন।