• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ব্যবসায়ী মামুন হত্যার প্রতিবাদে জল্লারপাড়বাসীর শোক সভা

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

সিলেট নগরীর জিন্দাবাজারের এ্যালিগ্যান্ট শপিং সেন্টারের মুঠোফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে হত্যার প্রতিবাদে ও আসামিদের শাস্তির দাবিতে নগরীর জল্লারপাড়বাসীর উদ্যোগে গতকাল শুক্রবার বাদ এশা এক শোক সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব বাবর বক্স এর সভাপতিত্বে ও মোহাম্মদ এহছানুল হক তাহের এর পরিচালনায় শোক সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মো. শাহজাহান মিয়া, মো সাইদুল হক, হুমায়ুন বক্স মিতু, শাখাওয়াত হোসেন খান শিপলু, বুশরা মোহাম্মদ খান রিছা, আব্দুল মন্নান খঅন মঞ্জু, ওমর সাদিক বক্স, আফজল বক্স, আব্দুল মুক্তাদির খান রোশন, শমসের বক্স, দবির আহমদ, শাহাদাত আহমদ সেলিম, এজাজুর রহমান খান, এনাম আহমদ, রায়হান আহমদ, অপু বখত, রোশন আহমদ, তাহমিম বক্স প্রমূখ। শোক সভায় সিদ্ধান্ত গৃহিত হয়, আজ শনিবার বিকাল ৫টায় জল্লার পাড় জামে মসজিদ প্রাঙ্গণ হতে এক শোক র‌্যালী জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে সর্বস্থরের শুভাকাঙ্কিদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে। -বিজ্ঞপ্তি