স্টাফ রিপোর্টার:::
চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। গতকাল সকালে বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়াম্যান কামাল আহমদ চৌধুরী আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সিলেট বোর্ডে মেয়েদের অংশগ্রহণ বেশি থাকলেও ফলাফলে ছেলেরা ভালো করেছে। বিজ্ঞান, মানবিক ও বাণ্যিজ্য তিনটি বিভাগেই পাসের হারে এগিয়ে আছে তারা। এগিয়ে রয়েছে জিপিএ-৫ প্রাপ্তিতেও। বোর্ডের ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ হাজার ৮৭০ জন। পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩ ৩০জন শিক্ষার্থী। এদের মধ্যে ২৯ হাজার ৫৫৩ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ৭৭৯ জন। ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩১ ভাগ। অন্যদিকে ৩৪ হাজার ৪৬ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩ হাজার ৯১ জন। তাদের পাসের হার ৬৭ দশমিক ১১ ভাগ।
বিভাগ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭৭৪ জন। মোট পাসের হার ৮৭ দশমিক ২৩ ভাগ। এ বিভাগে ৪ হাজার ৬৭৮ জন ছেলের মধ্যে পাস করেছে ৪ হাজার ৯৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৪৯। অন্যদিকে ৩ হাজার ৮৯০ জন মেয়ের মধ্যে পাস করেছে ৩ হাজার ৩৮১ জন। তাদের পাসের হার ৮৭ দশমিক ৪৯। এই বিভাগে ১হাজার ৭৬টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ৬৩৫টি ও মেয়েরা পেয়েছে ৪৪১টি।
মানবিক বিভাগে ৪৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭ হাজার ১৪ জন। মোট পাসের হার ৬২ দশমিক ৬১ ভাগ। এ বিভাগে ১৭ হাজার ৫৩৪ জন ছেলের মধ্যে পাস করেছে ১১ হাজার ৫৪ জন। পাসের হার ৬৩ দশমিক ০৪ ভাগ। অন্যদিকে ২৫ হাজার ৬১৪ জন মেয়ের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৯৬০ জন। তাদের পাসের হার ৬২ দশমিক ৩১। এই বিভাগে ৯৩টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ৫৪টি ও মেয়েরা পেয়েছে ৩৯টি।
বাণিজ্য বিভাগে ১২ হাজার ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৩৮২ জন। পাসের হার ৭৬ দশমিক ৬৩ ভাগ। এ বিভাগে ৭ হাজার ৩৪১ জন ছেলের মধ্যে পাস করেছে ৫ হাজার ৬৩২ জন। পাসের হার ৭৬ দশমিক ৭২। অন্যদিকে ৪ হাজার ৯০২ জন মেয়ের মধ্যে পাস করেছে ৩ হাজার ৭৫০ জন। তাদের পাসের হার ৭৬ দশমিক ৫০। এই বিভাগে ১৬১টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ১০৫টি ও মেয়েরা পেয়েছে ৫৬টি।